কাজ করে টাকা আয়
সাইন আপ, ব্লগ লেখা, কোন পোষ্ট লাইক করা, ফোরাম বা ব্লগে কমেন্ট করা, সাইট ভিসিট, পোষ্ট রেটিং, ভোটিং, ডাউনলোড এর মত ছোট ছোট কাজ আমরা অনেকেই মাইক্রো ওয়ার্কার্সে করে থাকি। কিন্তু মাইক্রো ওয়ার্কার্সে কাজ অনেক কম এবং পারিশ্রমিক ভাল থাকায় অনেকে নিরাশ। তবে যারা ফ্রীলান্সিং বা ওডেস্কে ব্যার্থ হয়েছেন তারা মিনিট ওয়ার্কার্সে জয়েন করে দেখতে পারেন। অনেক কাজ পাবেন এখানে। আর কাজ ভেদে ০.১০ ডলার থেকে ১০ ডলার পর্যন্ত আয় করতে পারবেন।
তাহলে করে ফেলুন এখনি সাইন আপ আর সাথে সাথেই পেয়ে যাবেন ১.১০ ডলার বোনাস। সাইট লিঙ্ক
কেন মিনিট ওয়ার্কার্সে জয়েন করবেন?
• আপনি নিজেই আপনার কাজ পছন্দ করে নিতে পারবেন।
• জয়েন করলেই ১.১০ ডলার বোনাস।
• কাজের ধরন হিসেবে ০.১০ ডলার থেকে শুরু করে ১০ ডলার পর্যন্ত আয় করতে পারবেন।
• পেপাল অথবা এলার্ট পে-তে টাকা তুলতে পারবেন।
• কমপক্ষে ১০ ডলার হলেই টাকা তুলতে পারবেন।
সাইন আপ করার সাথে সাথেই আপনি কাজ শুরু করতে পারেন। আপনি আপনার পছন্দ অনুযায়ী কাজ বেছে নিতে পারেন বিধায় আপনি কাজ করেও স্বাচ্ছন্দ বোধ করবেন।
সাইন আপ লিঙ্ক
সূত্র
0 comments:
Post a Comment