ওয়েবলিঙ্ক ছোট করুন
আপনি নির্দিষ্ট করে একটী বিষয়ের লিঙ্ক দিতে চাইছেন। কিন্তু সমস্যা হল আপনার দেয়া লিঙ্কটি এত বড় যে সেটা ভিসিট করতে অনেকেই আগ্রহ প্রকাশ করবেনা। আচ্ছা ধরুন এমন হল যে, আপনি সেই লিংকটিকে ছোট করার কোন হাতিয়ার পেলেন আবার কিছু টাকাও পেয়ে গেলেন। তাহলে কি মন্দ হবে? আশা করি না।
আপনার লিঙ্ক ছোট করে দিবে এমন অনেক সাইটই আপনি পেয়ে যাবেন একটু খুঁজলেই। তবে আমার কাছে যেটা সহজ এবং অপেক্ষাকৃত ভাল মনে হয়েছে তা হল এডফ্লাই। খুব সহজেই রেজিষ্টার করে আপনি আপনার লিংক ছোট করে শেয়ার করতে পারেন। আর সেই সাথে টাকার ব্যাপারটাতো থাকছেই। তাহলে আগে না’হয় সেটাই বলি। প্রতি ১০০০ ভিসিটর= ২ ডলার। আর ৫ ডলার হয়ে গেলেই আপনি টাকা তুলতে পারবেন। এডফ্লাই সাধারনতঃ পেপাল এবং এলার্টপে এর মাধ্যমে টাকা পে করে। বাংলাদেশে যেহেতু পেপাল নেই তাই এলার্টপের মাধ্যমে টাকা উত্তলোন করতে পারেন। এডফ্লাই লিংক।
সূত্র
সূত্র
0 comments:
Post a Comment